রাশিয়ার সেনা বাহিনী ইউক্রেন অভিযানে বড় ধরনে ভোগান্তির মুখে পড়েছে এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রুশ সেনাবাহিনী।’
জেলেনস্কির দাবি, রাশিয়ার ৩১টি ব্যাটেলিয়ন এখন ইউক্রেনে ধুঁকছে।
রাশিয়ার সেনাদের হাতে আটক মেলিতোপোলের মেয়রকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবিও করেছেন। এছাড়াও দ্রুত ইউরোপিয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য কাজ করছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
এদিকে রাশিয়া ও দেশটির ধনী নাগরিকদের ওপর এখন নানাভাবে নিষেধাজ্ঞা দিয়ে চলেছে বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় রাশিয়ার ধনকুবের আন্দ্রে মেলনিশেঙ্কোর পাঁচশ’ ৩০ কোটি ইউরো মূল্যের প্রমোদতরী জব্দ করেছে ইতালি কর্তৃপক্ষ।
১৪৩ মিটার দৈর্ঘ্যের প্রমোদতরীটি উত্তর ইতালিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল