জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে চলতি বছরের প্রথম দুই মাসে গৃহযুদ্ধে অন্তত ৪৭ শিশুর প্রাণহানি হয়েছে। আজ শনিবার এমনটাই জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি ফিলিপ দুয়ামাল বলেন, ‘এ বছরের মাত্র প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে।’
ইউনিসেফ আরও জানিয়েছে, ইয়েমেনের এ গৃহযুদ্ধে ‘প্রথম ও গুরুতর ভোগান্তির’ শিকার হচ্ছে শিশুরা।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ছড়িয়ে পড়া এ যুদ্ধে ১০ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। প্রায় সাত বছর আগে এ সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ২শ’ শিশু নিহত বা আহত হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক