এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে অভিযান শেষ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। তবে ফরাসি প্রেসিডেন্সির একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মনে হচ্ছে যুদ্ধ শেষ করতে প্রস্তুত নন পুতিন।
পশ্চিম ইউরোপীয় ওই দুই নেতা পূর্ণ আলোচনার শর্তে পুতিনকে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া । রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকোভ জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুসহ কৌশলগত অস্ত্রশস্ত্র হ্রাস চুক্তি (এসটিএআরটি) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া।
মার্কিনিরা যদি প্রস্তুত থাকে, রাশিয়া অবশ্যই আবারও আলোচনায় বসতে প্রস্তুত জানিয়ে রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এসটিএআরটি নিয়েও কাজ করতে চাই, যেটি বন্ধ রয়েছে। ওয়াশিংটনের ওপর এটি নির্ভর করছে।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক