চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার সাথে কাজ করছে রাশিয়া। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রোসাটম এই তথ্য জানিয়েছে।
রোসাটমের তরফে বলা হয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ অপারেশন নিশ্চিত করার কার্যক্রম জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে। এছাড়াও রাশিয়ান বিশেষজ্ঞদের একটি দল প্ল্যান্ট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে।
রাশিয়ার পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রোসাটম আরও জানিয়েছে, চেরনোবিল ও জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয়দের হাতে রয়েছে। তবে ইউক্রেনের পারমাণবিক সংস্থার প্রধান অভিযোগ করেছেন, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান প্রকৌশলী নিযুক্ত করা হয়েছে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/আবু জাফর