বর্তমান বিশ্বের চলমান ঘটনাবলী সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি ইউরোপের ইসলামী ছাত্র সংগঠনগুলোর জোটের সম্মেলনে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেছেন, প্রিয় ছাত্র-ছাত্রীরা, বিশ্বে এখন যেসব রাজনৈতিক ও সামরিক ঘটনা ঘটছে তা বিশ্বের ঐতিহাসিক টার্ন বা মোড়েরই অংশ। এর আগেই এই ধারণা করা হয়েছিল। এ অবস্থায় মেধাবীদের স্বল্পমেয়াদী দায়িত্ব হলো, কে কোন পক্ষে রয়েছে তা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পর অবস্থান গ্রহণ করা। আর মধ্যমেয়াদী কাজ হলো- এই ঘটনাবলীতে এমন ভূমিকা পালন করা যাতে তা সত্য ও ন্যায়ের ফ্রন্টকে শক্তিশালী করে।
তিনি আশা করেন, ছাত্রছাত্রীরা তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন। একইসঙ্গে তিনি সবার সাফল্য কামনা করেছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক