ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান চলছেই। তবে যুদ্ধ বন্ধে কয়েক দফা বৈঠক হলেও আশানুরূপ তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে রুশ সেনা বাহিনী।
এছাড়া অনেক জায়গা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ভলনোভাখা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন দোনেস্কের গভর্নর পাভলো কিরিলেনকো।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই এলাকায় রুশ সেনাদের প্রতিহত করতে এখনো তীব্র লড়াই চলছে বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই