জিম্বাবুয়েতে যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ায় অন্তত ৩৫ জন মারা গেছে এবং আহত হয়েছেন আরও ৭১ জন। ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ এ বাস দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। জিম্বাবুয়ে পুলিশ জানিয়েছে, বাসটিতে স্থানীয় জিওন খ্রিস্টান চার্চের সদস্যরা দক্ষিণপূর্ব চিপিঙ্গ শহরে উৎসবে যোগ দিতে যাচ্ছিল।
পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল নিয়াথি বলেন, গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ ও আহতের সংখ্যা ৭১ জন। প্রাথমিক তদন্তে জানা গেছে- বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছিলো। যেখানে বাসগুলোতে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণের ক্ষমতা থাকে। -বাসস।
বিডি-প্রতিদিন/শফিক