মারিউপোলে রাশিয়া দূর পাল্লার বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকজান্ডার মোতুজিয়াঙ্ক শুক্রবার এমন দাবি করেছেন।
ইউক্রেনের দাবি, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করার পর এই প্রথম হামলা করতে রাশিয়া দূর পাল্লার বিমান ব্যবহার করেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, রাশিয়া রাবিঝা, পোপাসনা এবং মারিউপোল দখলের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, মারিউপোল মহাসড়কে যুদ্ধ চলছে। রুশ সেনারা শহরটি সম্পূর্ণ দখল করতে পারেনি।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল