টুইটার কেনা নিয়ে এবার সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের সাথে বিবাদে জড়িয়ে পড়েছেন মার্কিন ধনকুবের প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ বিষয়ক সংস্থা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
তিনি টুইটারে সৌদি আরবের ভূমিকা কী সে নিয়েও প্রশ্ন তুলেছেন। ইলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই প্রস্তাব পছন্দ হয়নি যুবরাজ তালালের। তার মতে এই দাম টুইটারের আসল দামের চেয়ে অনেক কম।
তালাল তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘টুইটারের বড় ও দীর্ঘ দিনের অংশীদার হিসেবে আমি এই প্রস্তাব প্রত্যাখান করছি।’
তালালের এই টুইটের জবাবে পাল্টা টুইট করেছেন মাস্ক। ইটের বদলে যথারীতি ছুড়েছেন পাটকেল।বর্তমানে টুইটারের ৯.২ শতাংশ মালিকানা মাস্কের। তিনি জানতে চেয়েছেন, টুইটারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানার কতভাগ আসলে সৌদির?
মাস্ক আরও জানতে চেয়েছেন, ‘সাংবাদিকতার বাক স্বাধীনতার বিষয়ে রাজতন্ত্রের (সৌদি আরব) দৃষ্টিভঙ্গি কী?’
ইলন মাস্ক জানিয়েছেন, তিনি মত প্রকাশের স্বাধীন মাধ্যম হিসেবে দাঁড় করাতে টুইটারকে নিজের মালিকানায় নিতে চান।
দুই ধনকুবেরের এই দ্বন্দ্ব টুইটারকেও দুই ভাগে ভাগ করেছে। কেউ যেমন সৌদির গণমাধ্যম নীতির সমালোচনা করছে, ঠিক তেমন কেউ কেউ আবার আমেরিকার মানবাধিকার পরিস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করছেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল