কৃষ্ণসাগরে ডুবে যাওয়া রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভার ক্যাপ্টেন নিহত হয়েছেন।ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এই দাবি করেছেন। খবর গার্ডিয়ানের।
টেলিগ্রামে এক বিবৃতিতে অ্যানটোন গেরাশেঙ্কো বলেন, মস্কোভার প্রথম র্যাঙ্কের ক্যাপ্টেন এবং যুদ্ধজাহাজটির কমান্ডার অ্যানটোন কুপরিন বিস্ফোরণে নিহত হয়েছেন। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার তথ্য স্বীকার করলেও ক্যাপ্টেন নিহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানায়নি রাশিয়া।
ইউক্রেনের দাবি, জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল মস্কোভায়।
বৃহস্পতিবার দিনের শেষ দিকে এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বন্দরে টেনে নেওয়ার সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে মস্কোভায় ডুবে যায়।
৫১০ নাবিকের মিসাইল ক্রুজার মস্কোভায়কে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হতো। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এই যুদ্ধজাহাজ। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।
বিডিপ্রতিদিন/কবিরুল