রুশ কর্তৃপক্ষ দেশটির স্বাধীন সংবাদপত্র ‘মস্কো টাইমস’ এর রাশিয়ান সার্ভিস বন্ধ করে দিয়েছে। ফলে রাশিয়া থেকে সংবাদপত্রটিতে প্রবেশ করা যাচ্ছে না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, একটি সংবাদ প্রকাশের জেরে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
খবরে আরও বলা হয়েছে, শুক্রবার পত্রিকাটি ‘রাশিয়ার দাঙ্গা পুলিশ কর্মকর্তারা ইউক্রেনে যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে, কর্তৃপক্ষ বলছে মিথ্যা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর কর্তৃপক্ষ সংবাদপত্রটির রুশ ভার্ষণ বন্ধ করে দেয়। তবে বিদেশে ভিপিএন ব্যবহার করে সংবাদপত্রটিতে প্রবেশ করা যাচ্ছে।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত পত্রিকাটি রাশিয়ার একমাত্র স্বাধীন ইংরেজি ভাষার সংবাদপত্র।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ায় একাধিক স্বাধীন সংবাদপত্র বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
একটি সংবাদ প্রকাশের জেরে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।