ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ তার সরকারের এক ডজনের বেশি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার আওতায় বরিস জনসনসহ এই কর্মকর্তারা রাশিয়া ভ্রমণ করতে পারবেন না।
প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার নিষেধাজ্ঞার পর প্রতিক্রিয়া জানিয়েছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন ‘অটল’ থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বরিস সরকারের একজন মুখপাত্রের বরাতে গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্য ইউক্রেন নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। ক্রেমলিনের ‘ন্যক্কারজনক’ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য রাশিয়ার প্রতি যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল