পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনের মধ্যেই ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন।
শনিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের অধিবেশনে এ ঘটনা ঘটে। ডেপুটি স্পিকারের আসন গ্রহণ করতে গেলে তাকে কিল-ঘুষি-থাপ্পড় মারা হয়। পাশাপাশি ইমরানের দলের এমপিরা স্পিকারে দিকে বোতল ও ফুলের টব ছুড়ে মারেন।
দলত্যাগ করায় ইমরান সমর্থক এমপিরা মাজারির ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টিভি ফুটেজে দেখা গেছে, আক্রান্ত মাজারিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার করেন।
এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি প্রাথমিক ডায়েরি করেছে পাঞ্জাব পুলিশ। এফআইআরে বলা হয়েছে, পাঞ্জাব পার্লামেন্টের কয়েকজন অচিহ্নিত এমপি ডেপুটি স্পিকারকে সংসদে প্রবেশের সময় লাথি ও ঘুষি মারেন।
সূত্র: ডন, অ্যারে নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল