অবরুদ্ধ মারিউপোল শহরে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্রত্যাগে সময় বেঁধে দিয়েছে রাশিয়া। তারা বলেছে, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যেসব ইউক্রেনীয় সেনা অস্ত্রত্যাগ করবেন, তাদের বাঁচার সুযোগ দেওয়া হবে।
তবে মারিউপোলের কর্মকর্তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ইউক্রেনীয়রা মারিউপোল শহর রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে।
মারিউপোল মেয়রের একজন উপদেষ্টা বলেছেন, শনিবার সন্ধ্যায় দখলদাররা (রুশ সেনারা) মারিউপোলে অবশিষ্ট সেনাদের আত্মসমর্পণে করিডর খোলার কথা জানিয়েছে। কিন্তু আজ (রোববার) পর্যন্ত আমাদের যোদ্ধারা প্রতিরোধ করে যাচ্ছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, আজভ সাগরের তীরে অবস্থিত মারিউপোল শহরটি ছয় সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ। কৌশলগত কারণে শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া শহরটি পুরোপুরি দখলের কাছাকাছি রয়েছে বলে ক্রমবর্ধমানভাবে লক্ষ করা যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল