কৌশলগত পারমাণবিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সফলভাবে একটি নতুন অস্ত্রের পরীক্ষা চালোলো উত্তর কোরিয়া। আজ রবিবার এ তথ্য জানিয়েছে পিয়ংইয়ং এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিশেষজ্ঞদের ধারণা উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে। এই সংবাদ তারই ইঙ্গিত দিচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের সময় দেশটির নেতা কিম জং-উন হাসছেন এবং হাততালি দিচ্ছেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর পরের বছর দেশটি পুংগি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ বিস্ফোরণে উড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমঝোতার অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছিল দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ওই সুড়ঙ্গ পুনরুদ্ধারের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/শফিক