মারিউপোলে ইউক্রেনের ক্ষুদ্র বাহিনীকে আত্মসমর্পণে বেঁধে দেওয়া রাশিয়ার আল্টিমেটামের সময় শেষ হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রুশ বাহিনীর আল্টিমেটাম সত্ত্বেও সর্বশেষ টিকে থাকা ইউক্রেনীয় যোদ্ধারা আল্টিমেটাম মেনেছে বলে তেমন লক্ষণ দেখা যায়নি।
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া ইতোমধ্যে শহরটি পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্ণনা অনুসারে, অল্প কিছু ইউক্রেনীয় সেনা স্পাত কারখানার মধ্যে অবরুদ্ধ রয়েছে। তবে তাদের সঠিক সংখ্যা জানা যায়নি। ইউক্রেনের এই যোদ্ধাদলকে আত্মসমর্পণ করতে রাশিয়া মস্কোর স্থানীয় সময় রবিবার সকাল ৬টা পর্যন্ত সময় বেঁধে দেয় এবং দুপুর ১টার মধ্যে সরে যাওয়ার আহ্বান জানায়।
মারিউপোলে রুশ আল্টিমেটাম নিয়ে রবিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শিমহাল বলেন, তাদের টিকে থাকা সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে, যোদ্ধারা রাশিয়ার আল্টিমেটাম মানতে অস্বীকৃতি জানিয়েছেন।যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি নিউজকে তিনি বলেন, এখনো পর্যন্ত রুশ বাহিনী শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি।
আল জাজিরার খবর অনুসারে, প্রকৃতঅর্থে শহরটি মস্কোর দখলে চলে গেলে তা হবে গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রুশ সামরিক বাহিনীর হাতে পতন হওয়া ইউক্রেনের প্রথম বড় কোনো শহর।
বিডিপ্রতিদিন/কবিরুল