যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নেতা। এ কারণে তার ইউক্রেনে এসে দেখা উচিত।
তবে ইউক্রেনে সফর একান্তই বাইডেনের নিজস্ব বিষয় মন্তব্য করে জেলেনস্কি বলেন, যে কোনো পরিকল্পনা (বাইডেনের সফরের) নির্ভর করবে ইউক্রেনের নিরাপত্তার ওপর ।
মার্চের শেষ দিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে বৈঠকে অংশ নিতে বেলজিয়াম যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ইউক্রেন-পোলান্ড সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল