রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলি ইয়েভমেনভ কৃষ্ণসাগরে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ মস্কোভার ক্রু সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার করেছেন। ক্রুদের সঙ্গে সাক্ষাতে রুশ নৌবাহিনী প্রধান নৌবাহিনীর কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
গোলাবারুদে আগুন লাগার পর বৃহস্পতিবার রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যায়। ইউক্রেন জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনী প্রধান নিকোলি ইয়েভমেনভ শতাধিক ক্রু সদস্যদের সঙ্গে দাঁড়িয়েছেন এমন একটি ভিডিও প্রকাশ করেছে। এছাড়া ভিডিওতে তাকে একজনের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। তবে কখন এই সাক্ষাৎ হয়েছে মন্ত্রণালয় সেটা জানায়নি।
রাশিয়া দাবি করেছে, জাহাজটির ৫০০ ক্রু সদস্যকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ইউক্রেন দাবি করেছে, কিছু ক্রু সদস্য নিহত হয়েছেন। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি কিয়েভ।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল