রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল থেকে ১৫০ শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে দেশটির একটি মানবাধিকার গ্রুপ।
ক্রিমিয়ান হিউম্যান রাইটস নামের ওই সংগঠনের দাবি, রুশ বাহিনী এসব শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে।
মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো বলেছেন, অনেক শিশুকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। তারা কেউই এতিম নয়। শিশুদের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চল এবং রাশিয়ান শহর তাগানরোগে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ন্যায়পাল লুদমিলা ডেনিসোভা এর আগে বলেছিলেন, দেশটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নেওয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম