জোটবদ্ধভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে হটালেও এখনো তাৎক্ষণিক নির্বাচন চান জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। ইমরানকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পরই নির্বাচন নিয়ে বক্তব্য দিলেন পাকিস্তানের আলোচিত এ রাজনীতিবিদ। গত ৯ এপ্রিল রাতে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলীয় জোট। সে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাওলানা ফজলুর রেহমানও।
ইসলামাবাদে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘নতুন সরকার সর্বোচ্চ এক বছর টিকবে। নতুন এ ব্যবস্থায় জামিয়াতের নিজস্ব অবস্থান আছে। আমরা জোটের অংশীদারদের বলেছি আমরা এখনো তাৎক্ষণিক নির্বাচন চাই। যদিও ইমরান খান ক্ষমতা থেকে সরে গেছে, আমরা তাকে বিদায় করেছি; কিন্তু জনগণের আমানতের জন্য আমরা সংগ্রাম করছি, তাদের আমানত ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব।’
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মন্ত্রিসভা নিয়ে জোটের সঙ্গে দূরত্ব বেড়েছে মাওলানা ফজলুর রেহমানের। নির্বাচনে তার দলের বিরুদ্ধে লড়েছে এমন দলের প্রতিনিধিকেও মন্ত্রী করার সিদ্ধান্তে নাখোশ হয়েছেন তিনি। এ বিষয়ে জোট সঙ্গী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলী জারদারিকেও জানিয়েছেন তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেননি জারদারি।
বিডি প্রতিদিন/ফারজানা