ইউক্রেনের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বিমান বাহিনী ইউক্রেনের দুটি এমআইজি-২৯ জেট গুলি করে ভূপাতিত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, রুশ বাহিনী দূর পাল্লার বিমান থেকে নির্ভুল ভূপৃষ্ঠ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বারভেনকোভো এবং দোব্রোপলি অঞ্চলে ইউক্রেনের জ্বালানি এবং গোলাবারুদ কারখানা ধ্বংস করেছে।
এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর ইউক্রেনের ১৩৬টি যুদ্ধবিমান, ৪৭১টি মনুষ্যবিহীন আকাশযান, ২৪৯টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২৩০৮টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোঁয়া যান, ২৫৪টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সিস্টেম, ৯৯৮টি আর্টিলারি সিস্টেম ও মর্টার এবং ২১৭১টি বিশেষ সামরিক গাড়ি ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রাশিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
সূত্র: গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড
বিডিপ্রতিদিন/কবিরুল