পশ্চিম ইউক্রেনের শহর লেভিভে রাশিয়া চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
আঞ্চলিক সামরিক গভর্নর ম্যাকসিম কোজিতস্কি বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কোজিতস্কি বলেন, এখনো ধ্বংসস্তূপ পড়ে আছে। তাই হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয়। আহতদের মধ্যে তিনজন গুরুতর এবং একজন শিশু হালকা আহত আছেন বলেও জানান তিনি।
সোমবার ভোরে রাশিয়ার নিক্ষেপ করা তিনটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক গুদামে আঘাত করে এবং চতুর্থটি একটি টায়ার মেরামতের দোকানে আঘাত করে।
লেভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, হামলায় আটটি আবাসিক ভবনের পাশাপাশি একটি স্কুলের জানালা ভেঙে গেছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল