ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরির নেতৃত্বে আর্থিক সহায়তার ব্যাপারে আইএমএফের সাথে আনুষ্ঠানিক আলোচনা করতে একটি প্রতিনিধি দল সোমবার শ্রীলঙ্কা থেকে ওয়াশিংটনে গেছেন।
এক টুইটে লঙ্কার অর্থমন্ত্রীর সহকারী শামির জাভাহির সোমবার টুইটে জানিয়েছেন, ইতিবাচকভাবেই তাদের সাথে আইএমএফের সমঝোতা আলাপ শুরু হয়েছে।
যদিও আগে তিনি জানিয়েছিলেন, বৈশ্বিক সাপ্লাই চেইন ঠিক রাখতে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত আর্থিক সহায়তা দেয়ার অনুরোধ করেছিল। তবে আইএমএফ জানিয়েছে, এমনটা তাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না।
সাময়িকভাবে এই সঙ্কট কাটিয়ে উঠতে ৩০০ কোটি ডলার চাই শ্রীলঙ্কার। এদিকে খাদ্য, জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চরম ঘাটতি দেখা দেওয়ার শ্রীলঙ্কার বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল