রাশিয়ার আক্রমণ শুরুর পর ইউক্রেনে এখন পর্যন্ত ২০৫ জন শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৩৬৭ জন। মঙ্গলবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল দপ্তর এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের এই দপ্তর জানিয়েছে, মঙ্গলবার শিশু মৃত্যুর সংখ্যা ২০৫ এ অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সোমবারও এই সংখ্যা ছিল। রুশ সেনারা ইউক্রেনে ১ হাজার ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলেও এই দপ্তর জানায়। এর মধ্যে ৯৯টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেন যুদ্ধে শিশু মৃত্যু নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ গুরু পোপ ফ্রান্সিস।
ইউক্রেনের পার্লামেন্টের একজন সংসদ সদস্য রোববার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন। মারিয়া মেজেন্তেসভা নামে ইউক্রেনের এই আইনপ্রণেতা বলেন, রাশিয়ার আগ্রাসনে মারা যাওয়া শিশুদের কথা শোনার সময় পোপ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
মারিয়া বলেন, শিশুদের মৃত্যু তাকে (পোপ ফ্রান্সিসকে) খুব স্পর্শ করেছে। মৃত্যুর ঘটনা শুনে তিনি কাঁদতে শুরু করেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল