ইসরায়েলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগসূত্রের অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান। তাদের বিরুদ্ধে গোপন তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানিয়েছে।
এবিসি নিউজ ও ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছে। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি গ্রেফতার ব্যক্তিদের কাছে কীভাবে দেশটির গোপন তথ্য হস্তগত হয়েছিল সে সম্পর্কেও কিছু বলা হয়নি।
ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ছায়া-যুদ্ধের অভিযোগ এনেছে। ইরানকে সর্ববৃহৎ হুমকি হিসেবে দেখে ইসরায়েল এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বারবার দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। ইরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে।
এর আগে জানুয়ারিতে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের একটি গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে। এ চক্রটি স্পর্শকাতর সাইটসমূহের ছবি তোলার জন্য, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য এবং তাদের ছেলেদের ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থায় যোগদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা ইসরায়েলি নারীদের নিয়োগ দিয়েছিল।
জুলাই মাসে ইরান বলেছিল, গোপনে পশ্চিম সীমান্ত পেরিয়ে ইরানে লুকিয়ে থাকা মোসাদের সাথে যুক্ত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তারা গ্রেফতার করেছে। ইরান মাঝে মাঝে কিছু মানুষকে আটকের ঘোষণা দিয়ে বলে, তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ বিদেশী দেশের জন্য গুপ্তচরবৃত্তি করছে। ২০২০ সালে ইরান একজন বিশিষ্ট ইসলামী রেভ্যুলুশনারি গার্ড জেনারেল সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে তথ্য ফাঁস করার জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়। ওই জেনারেল পরে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর