৯ মে, রাশিয়ার বিজয় দিবস। এই দিবস উদযাপনের উপলক্ষে ইউক্রেনের দখলকৃত শহর খেরসনকে প্রস্তুত করছে রুশ বাহিনী।
খেরসন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অলেক্সান্ডার সামোয়লেনকোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। কিয়েভ নিউজ এজেন্সি ‘ইউনিয়ান’এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘আল-জাজিরা।’
অলেক্সান্ডার সামোয়লেনকো জানিয়েছেন, ৯ মে বিজয় দিবস উদযাপন উপলক্ষে খেরসনকে প্রস্তুত করছে রুশ সেনারা। তারা সেখানকার বাসিন্দাদের স্লোগান, নাচ, গান শেখাচ্ছেন। কিন্তু তাদেরকে ক্রিমিয়া বা অন্যান্য অঞ্চল থেকে অভিনেতা আনতে হবে। কেননা, খেরসনের অভিনেতারা এই বিভ্রমের প্রদশর্নীতে অংশ নিতে রাজি নন।
সাময়লেনকো আরও বলেছেন, খেরসন শহরের পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। তবে বাকি অঞ্চলগুলোর পরিস্থিতিও এমন তা বলা যাবে না। এমনকি আমরা শত্রু সীমানা নির্ধারণের লাইনে অবস্থিত গ্রামগুলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করেছি। সেখানে খাবার, ওষুধ এবং অন্যান্য জিনিস স্বেচ্ছাসেবিতা করেও আনা অসম্ভব। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম