ইউক্রেন জানিয়েছে, মারিওপোলের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আরও অন্তত ৫০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। একই সাথে ইউক্রেনের যোদ্ধাদের সাথে আজভস্টাল ইস্পাত কারখানা কমপ্লেক্সে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য নতুন উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার দেশটির হেড অফ প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়েরমেক জানান, আমরা প্রায় ৫০০ বেসামরিক লোককে সরিয়ে নিতে পেরেছি।
তিনি বলেন, কিয়েভ বিধ্বস্ত শহরে আটকে থাকা ‘তার সব বেসামরিক ও সামরিক’ বাহিনীকে বাঁচানোর জন্য সবকিছু করবে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, বৃহস্পতিবার প্রায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও তিনি নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে আজভস্টাল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার তৎপরতা চলছে।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন