সাবেক জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি যে উপমা দিয়েছেন, সে বিষয়ে যখন ক্ষোভে ফেঁটে পড়ছে ইসরায়েল। তখন ইহুদিবাদি দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন- এ নিয়ে নাকি ইসরায়েলের কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। খবর আল-জাজিরার।
গণমাধ্যমটি জানিয়েছে, নাৎসি নেতা হিটলারের দেহে ইহুদি রক্ত ছিল মন্তব্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন পুতিন। গতকাল বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন নাফতালি বেনেট। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন আদতে ক্ষমা চেয়েছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। এমনকি এ বিষয়ে কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের দেহে ‘ইহুদিদের রক্ত’ ছিল। ল্যাভরভের এই মন্তব্যের তীব্র সমালোচনা করছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে ‘অমার্জনীয়’ বলে নিন্দা জানিয়েছেন। বিষয়টি মুখ খুলেছেন ইসরায়েলের প্রেসিডেন্টও।
বিডি-প্রতিদিন/শফিক