২৩ মে, ২০২২ ১৭:১১

রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জেলেনস্কির

অনলাইন ডেস্ক

রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন গেল কয়েক মাসে স্বাধীনতা রক্ষায় তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এসময় রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইউক্রেনীয় নেতা। 

জেলেনস্কির দাবি, অন্য যেকোনও দেশের প্রতি উস্কানি ছাড়াই রাশিয়ার এমন আগ্রাসন প্রতিহত করতে নিষেধাজ্ঞার কোনও বিকল্প নেই।

এসময় জেলেনস্কি রাশিয়ার ওপর পূর্ণ তেল নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানান। রাশিয়ার ব্যাংকগুলোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানান তিনি। এছাড়াও রাশিয়ার সাথে বাণিজ্য বন্ধ করতেও বলেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর