ইউক্রেনকে শান্তির সমঝোতা করতে দিচ্ছে না পশ্চিমারা। তারা যুদ্ধ দীর্ঘায়িত করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন।
রবিবার এক বক্তব্যে পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী বলেন, এই মুহূর্তে পশ্চিমা দেশগুলো যুদ্ধ চলমান রাখতে যা যা প্রয়োজন তার সব কিছুই করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে শান্তির পথে কথা বলতে, আলোচনা করতে সর্বপরি এগোতে দিচ্ছে না।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দেন। জাতীয়তাবাদী ‘নাৎসি’ মুক্ত করতে এই অভিযান দাবি মস্কোর। যুদ্ধ ১৩০তম দিনে গড়িয়েছে। ভয়াবহ এই লড়াইয়ে দুই দেশের হাজার হাজার সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা।
বিডিপ্রতিদিন/কবিরুল