পাকিস্তান সেনাবাহিনীকে দেশের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন চিফ অব দ্য আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেনা কর্মকর্তা এবং কমান্ডারদের তিনি রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানালেন।
এর আগে এপ্রিল মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সময় একই আহ্বান জানানো হয়েছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি অভিযোগ তোলেন, কিছু গোয়েন্দা কর্মকর্তা পাঞ্জাবের উপ নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের বিপক্ষে কাজ করছে। তবে প্রতিরক্ষা সূত্র এমন অভিযোগ নাকচ করে দিয়েছে।
ইমরান খানের ক্ষমতাচ্যুতের পর পাকিস্তানের রাজনীতিতে নতুন করে সেনাবাহিনীর ভূমিকার কথা আলোচনায় আসে এবং তার বিদায়ের পেছনের শক্তি হিসাবে আঙুল উঠে দেশটির সেনাবাহিনীর দিকে। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মত পার্থক্যের কারণেই সরে যেতে হয়েছে ইমরান খানকে। সূত্র: জিওটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল