ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি সেতুতে দেওয়া রং দেখলে যে কেউ অবাক হতে পারেন। শুধু রং নয়, দাবার বোর্ডের আদলে সাজিয়ে তোলা হয়েছে গোটা সেতুটিকে। যে সাজের জন্য ওই সেতুর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
আসলে চেন্নাইয়ে ৪৪তম দাবা অলিম্পিয়াডের আসর বসছে। চেন্নাইয়ের মহাবলিপুরমে আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। সে উপলক্ষেই শহরের নেপিয়ার সেতুকে দাবার বোর্ডের আদলে সাজিয়ে তোলা হয়েছে।
চেন্নাইয়ের নেপিয়ার সেতুর নতুন এই সাজের এই ভিডিও ট্যুইট করেন আইএএস অফিসার সুপ্রিয়া সাউ। গাড়ির ভেতর থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই আইএএস অফিসার লিখেছেন, ‘ভারতের দাবার রাজধানী চেন্নাই ২০২২ সালের দাবা অলিম্পিয়াডের আয়োজনে তৈরি। সে কারণে শহরের বিখ্যাত নেপিয়ার সেতুকে দাবার বোর্ডের আদলে সাজিয়ে তোলা হয়েছে।’
সূত্র : এনডিটিভি, নিউজ১৮
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ