গ্রিসে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত প্লেনটি ইউক্রেনীয় একটি কোম্পানির মালিকানাধীন। রবিবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্রিসের ফায়ার ব্রিগেড এবং রাষ্ট্রীয় টিভির বরাতে খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এতে আটজন আরোহী ছিলেন।
গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানান। কিন্তু পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ