আবারও পাকিস্তানের রাজনৈতিক লাইমলাইটে উঠে এসেছে পাঞ্জাব প্রদেশ। আজ রবিবার সেখানে ২০টি আসনে উপনির্বাচন হচ্ছে। এ নির্বাচনকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক ধারভাষ্যকার হাসান আসকারী বলেন, ইমরানের দল জিতে গেলে তিনি বলবেন জনগণ তার সাথে আছে এবং নতুন নির্বাচন দেওয়ার জন্য চাপ বাড়িয়ে দেবেন। হেরে গেলে তিনি অবশ্যই বলবেন নির্বাচনে কারচুপি হয়েছে।
এ ভোটের মাধ্যমেই ভাগ্য নির্ধারিত হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর ভাইস প্রেসিডেন্ট হামজা শাহবাজের। তিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে। শাহবাজ নিজেও একসময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিদ্রোহী আইনপ্রণেতাদের আসন শূন্য ঘোষণা করেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। সেই বিদ্রোহী আইনপ্রণেতাদের আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। এসব আইনপ্রণেতারা নিজ দলের বিরুদ্ধে গিয়ে হামজা শাহবাজকে সমর্থন দিয়েছিলেন। এর ফলে হামজার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হয়েছিল।
সূত্র : ডন ও ট্রিবিউন
বিডি প্রতিদিন/ফারজানা