সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করার অভিযোগে ছ’বছর জেলেই থাকতে হবে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ী ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে। এ মাসের শুরুতেই তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
আদালতের মুখপাত্র মাসুদ সেতায়েশি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিচালককে তেহেরানের এভিন জেলে রাখা হয়েছে। গত ১১ জলাই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদীদের সমর্থন করার জন্য ২০১০ সালে ৬ বছরের জেলের সাজা হলেও নিঃশর্ত জামিন পেয়ে জেলের বাইরে ছিলেন তিনি। কিন্তু যেকোনও দিন তাকে গ্রেফতার করতে পারতো পুলিশ।
ইরানের অন্য দুই চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রসূলফ ও মোস্তফা আল-আহমদ আগে থেকে জেলবন্দি ছিলেন। তাদের ব্যাপারে খোঁজ-খবর করার জন্য ওই পরিচালকদের আইনজীবীর সঙ্গে দেখা করতে গিয়ছিলেন পানাহি। সেই সময় তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসে পড়ে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সেই বিক্ষোভকে সমর্থন করায় আহমেদ এবং রসুলফকে গ্রেফতার করা হয়।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন পানাহি। তাকে ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার হিসাবে অভিহিত করা হয়। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম