গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মালদ্বীপ থেকে বর্তমানে সিঙ্গাপুরে আছেন গোতাবায়া।
তাকে সাময়িক আশ্রয় দিয়েছে সিঙ্গাপুর। গুঞ্জন আছে, সাবেক লঙ্কান প্রেসিডেন্ট ওখান থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।
তবে লঙ্কান পার্লামেন্টের মুখপাত্র বান্দিয়াল গুণাবর্ধনে জানিয়েছিলেন, সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফিরবেন গোতাবায়া। তিনি আরও দাবি করেছিলেন, গোতাবায়া সিঙ্গাপুরে গেছেন সঠিক চ্যানেলে, সেখানে তিনি লুকিয়ে নেই।
এবার শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, গোতাবায়ার দেশে ফেরার জন্য এখন উপযুক্ত সময় নয়। এক সাক্ষাৎকারে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমি বিশ্বাস করি না যে এটা তার ফেরার উপযুক্ত সময়।’
রনিলের দাবি, গোতাবায়ার শিগগিরই দেশে ফেরার কোন আভাস তিনি পাননি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল