ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী ডোনেটস্ক থেকে সব বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের দেশটির ভলোদিমির জেলেনস্কি।
রুশ সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে এই ঘোষণা দেন তিনি।
রেডক্রস এবং জাতিসংঘকে ইউক্রেন জানিয়েছে, ডোনেটস্ক থেকে তাদের অনেক সেনাকে বন্দি করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন থেকে পূর্ব ডোনেটস্কে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী।
জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে শিশুসহ লক্ষাধিক সাধারণ মানুষ আটকা পড়েছে। শুক্রবার ছয়জন নিহত হয়েছে। ইউক্রেনের সরকারি হিসাব অনুযায়ী, ডোনেটস্কের মুক্তাঞ্চলে এখনও বাস করছেন ২ লাখ থেকে ২ লাখ ২০ হাজার মানুষ, এদের মধ্যে ৫০ হাজার শিশু। শনিবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ডোনেৎস্ক খালি করার সরকারি নির্দেশ জারি করা হয়।
জেলেনস্কি তার ভাষণে আবারও রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন রবিবার জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনী হাইপারসনিক জিরকন ক্রুস মিসাইল হাতে পাবে। এরপরই এটা কোথায় স্থাপন করা হবে তা নির্ধারণ করবেন তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে অভিযোগ করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপাণাস্ত্র দিয়ে ওলেনিভকা কারাগারে হামলার পরিকল্পনা করছে, যাতে তাদের সেনারা আত্মসমর্পণ না করে।
এদিকে, রাশিয়ার গ্যাস জায়ান্ট গ্যাজপ্রম লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। শনিবার খারকিভে তিনটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি স্কুল পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। রবিবার সকালেও খারকিভে ব্যাপক গোলা বর্ষণ করেছে রুশ বাহিনী। সূত্র: ডয়েচে ভেলে, এপি, এএফপি, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম