ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে নিজেদের সুরক্ষায় ইতোমধ্যে দেশটির এক কোটির বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে প্রতিবেশী দেশগুলিতে ইউক্রেন থেকে ১০ মিলিয়নেরও (এক কোটি) বেশি মানুষ পালিয়ে গেছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, মোট ১ কোটি ১ লাখ ৭ হাজার ৯৫৭ জন নাগরিকের সীমান্ত ক্রসিং রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে ইউক্রেনের বেসামরিক নাগরিকরা। সড়ক, রেল ও নৌপথে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন দেশটির নাগরিকরা।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন