তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত যুক্তরাষ্ট্রের স্পীকার ও ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।
বুধবার সকালে প্রেসিডেন্ট কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন ন্যান্সি পেলোসি।
এর আগে তিনি দেশটির পার্লামেন্টে যান ন্যান্সি পেলোসি। পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান তিনি আরও বাড়াতে চান।
তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন