চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে এই মুহূর্তে তাইওয়ান সফর করছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
তার সফর ঘিরে চীনের সাথে বিরাজ করছে চরম উত্তেজনা।
মঙ্গলবার রাতে তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে তাকে বহনকারী প্লেনটি রাজধানী তাইপের সোংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তাইপেতে উড়ে যান তিনি।
এদিকে, ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করছেন তখন নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তার স্বামী পল পেলোসি।
জানা গেছে, চলতি বছরের ২৮ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টিতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে একটি গাড়ি ছিল ন্যান্সির স্বামী পল পেলোসির। ঘটনার পর পল পেলোসিকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্তি পান ৮২ বছরের পল।
এদিকে, ওই ঘটনায় দায়ের মামলায় বিচারকাজ চলছে। বুধবার এই মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি হবে।
এরই মধ্যে ওই মামলার নথি থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় পল পেলোসিও মদ্যপ অবস্থায় ছিলেন। তার রক্তের নমুনায় মাদকের উপস্থিতি পাওয়া গেছে।
মামলার নথি থেকে আরও জানা গেছে, দুর্ঘটনার পর যখন পুলিশ সেখানে যায়, তখন কথার বলার সময় পল পেলোসির কণ্ঠ কাঁপছিল এবং তিনি তার পায়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। শুধু তাই নয়, সে সময় তার চোখ লাল দেখাচ্ছিল এবং পানি ছলছল করছিল। তিনি অস্থির ছিলেন, কথাগুলো ছিল অস্পষ্ট ছিল, আর তার নিঃশ্বাস থেকে মাদকের তীব্র গন্ধ বের হচ্ছিল।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, পল পোরশে মডেলের একটি গাড়ি চালাচ্ছিলেন। তিনি স্টেট রুট-২৯ অতিক্রমের চেষ্টা করেছিলেন। এ সময় একটি জিপের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। জিপ চালাচ্ছিলেন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। এই ঘটনায় কেউ আহত হননি।
প্রতিনিধির মাধ্যমে দেওয়া বিবৃতিতে পল জানান, তিনি বন্ধুর বাড়িতে একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি শেষে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি তার গাড়িতে একাই ছিলেন। সূত্র: ফক্সনিউজ, নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/কালাম