কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন চুক্তি ধীরে ধীরে যুদ্ধবিরতিতে গড়াতে পারে। জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার এই মন্তব্য করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গেরহার্ড শ্রোয়েডার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু হিসেবে বিবেচিত।
জার্মানির আরটিএল টেলিভিশনে সাক্ষাৎকারে সাবেক এই চ্যান্সেলর বলেন, সুসংবাদ হলো— ক্রেমলিন সমঝোতাভিত্তিক সমাধান চায়। এ সময় তিনি জানান, গত সপ্তাহে মস্কোতে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গেরহার্ড শ্রোয়েডার ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তিনি ইউক্রেন যুদ্ধের সমালোচনা করলেও পুতিনের নিন্দা জানাননি।
ইউক্রেন-রাশিয়ার খাদ্যশস্য পরিবহন চুক্তিকে প্রথম সফলতা মন্তব্য করে গেরহার্ড শ্রোয়েডার বলেন, এটা সম্ভবত যুদ্ধবিরতিতে গড়াতে পারে।
গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহনে একটি চুক্তি করে মস্কো-কিয়েভ। এই চুক্তির আওতায় ইউক্রেন ইতোমধ্যে একটি শস্যভর্তি জাহাজ প্রেরণ করেছে। রাশিয়া অবরোধ তোলায় বিশ্বে খাদ্যসংকট কিছুটা লাঘব হবে বলে আশা জেগেছে। প্রথম জাহাজ বাধা ছাড়াই গন্তব্যে পৌঁছালে ইউক্রেনের আরও ১৬টি জাহাজ শস্য নিয়ে বিশ্ববাজারে যাবে।
গণমাধ্যমে সাক্ষাৎকারে সাবেক জার্মান চ্যান্সেলর শ্রোয়েডার বলেন, ক্রিমিয়া সমস্যারও একসময় সমাধান মিলবে। সেটা হংকংকের মতো ৯৯ বছরের বেশি সময় পরে নয়। আগামী প্রজন্মেই মিলতে পারে বলে নিজের আশার কথা জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল