মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জের ধরে আমেরিকার সঙ্গে বেশ কিছু সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে চীন।
শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
আমেরিকার সঙ্গে যেসব ক্ষেত্রে চীনের কোনো রকমের যোগাযোগ থাকবে না তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার সব ধরনের বৈঠক, সমুদ্র নিরাপত্তা বিষয়ক পরামর্শ, অবৈধ অভিবাসন সম্পর্কিত সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা, আন্তর্জাতিক অপরাধ, মাদক নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন। পাশাপাশি দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পরিকল্পিত ফোন আলাপও বাতিল করা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং তার পরিবারের লোকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।
চীনের প্রবল আপত্তি উপেক্ষা করে চলতি সপ্তাহে তাইওয়ান সফর করেন ন্যান্সি পেলোসি। তার এ সফরের পর হোয়াইট হাউস দাবি করেছে, এটি পেলোসির ব্যক্তিগত সফর। কিন্তু চীন হোয়াইট হাউজের এই বক্তব্য গ্রহণ করেনি। পেলোসির সফরের পরপরই চীন পুরো তাইওয়ান ঘিরে সর্বাত্মক অবরোধ সৃষ্টির মহড়া চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার থেকে এই মহড়া শুরু হয়েছে এবং রবিববার দুপুর পর্যন্ত তা চলবে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        