ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, পারস্য উপসাগরের আবু মুসা, দ্য গ্রেটার ও লেসার টান্ব দ্বীপ তিনটি ইরানের অবিচ্ছেদ অংশ এবং এগুলোর ওপর তেহরানের চিরকালের সার্বভৌমত্ব বজায় রয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ১৫৩ তম অধিবেশনের চূড়ান্ত ঘোষণার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানানি এ কথা জানিয়েছেন।
জিসিসির ওই ঘোষণাকে ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন ইরানি মুখপাত্র। তিনি বলেন, তিনটি দ্বীপ হচ্ছে ইরানের অবিচ্ছেদ ধ্বংস এবং এর ওপর চিরকালীন সার্বভৌম প্রতিষ্ঠিত হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট এটি।
১৯২১ সালে দ্বীপ তিনটি ব্রিটিশ শাসনের অধীনে পড়ে। তবে ১৯৭১ সালের ৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত একটি নতুন ফেডারেশন হিসেবে আত্মপ্রকাশের দুই দিন আগে দ্বীপ তিনটির ওপর ওপর ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। সূত্র : প্রেস টিভি
বিডি প্রতিদিন/আবু জাফর