রাশিয়ার ইউক্রেন আক্রমণে সাম্রাজ্যবাদ যুগের ইতিহাস মনে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের। জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনের ভাষণে তিনি এই মন্তব্য করেন।
ইমানুয়েল ম্যাঁক্রোন বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে আমরা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ যুগের প্রত্যাবর্তন (ফিরে আসা) দেখেছি। ফ্রান্স এটা প্রত্যাখান করে মন্তব্য করে তিনি বলেন, শান্তির জন্য তার দেশ অবিচলভাবে কাজ করে যাবে। এ সময় প্রশ্ন রেখে তিনি বলেন, রাশিয়া ছাড়া জবরদস্তিমূলক আধিপত্য এখন আর কে চায়?
আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘে ম্যাঁক্রোন এমন এক সময় এই বক্তব্য দিলেন যখন, ইউক্রেনের দখলকৃত অংশ রাশিয়ার সঙ্গে যুক্ত করতে ‘গণভোট’ আয়োজনের কথা জানিয়েছে রুশ মিত্ররা। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এখন যারা এই নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে নিরব, অথবা গোপনে সহযোগিতা করছে, তারা বৈশ্বিক শৃঙ্খলা নষ্ট করছে। ম্যাঁক্রোন বলেন, এই শৃঙ্খলা নষ্ট হলে বিশ্বে শান্তি মিলবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল