‘মাতৃভূমি’ তথা রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক ভাষণে এই ঘোষনা দেন তিনি। পুতিন এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন– ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে সফলতা পেয়েছে।
প্রেসিডেন্ট পুতিন সেনাসমাবেশের ঘোষণা দেওয়ার পর এই ইস্যুতে কথা বলেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ‘সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।’
নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার ওয়াং ওয়েনবিন বলেন, আমরা সংশ্লিষ্ট পার্টিকে সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানাই। যত দ্রুত সম্ভব সকল পক্ষের নিরাপত্তার উদ্বেগ সমাধানের উপায় বের করার কথাও বলেন তিনি। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল