ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন বিশ্ব সম্প্রদায়– ‘রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেবে না। বুধবার পুতিনের সেনাসমাবেশ ও পরমাণু অস্ত্রের হুমকি দেওয়ার প্রতিক্রিয়ায় জেলেনস্কি এই মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনের ঘোষণায় মনে হয়েছে –ইউক্রেনকে তিনি রক্তে ডোবাতে চান। তবে আমি বিশ্বাস করি না, ‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করবেন, আমি বিশ্বাস করি না, বিশ্ব সম্প্রদায় তাকে এই অস্ত্র ব্যবহার করতে দেবে।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সেনাসমাবেশের’ ঘোষণা দেন। পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা যদি ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ অব্যাহত রাখে, তাহলে মস্কো হাতে থাকা অস্ত্রের বিশাল মজুতের শক্তি দিয়েই জবাব দেবে। জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন আরও বলেন, আমাদের ভূখণ্ডগত অখণ্ডতা ঝুঁকির মধ্যে পড়লে, জনগণকে রক্ষায় সামর্থ্যে থাকা সব উপায় প্রয়োগ করব। এটা কোনো ধাপ্পাবাজি নয়। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই আংশিক সেনাসমাবেশ ইউক্রেন সংঘাতকে লক্ষণীয়ভাবে বাড়িয়ে দেবে। ইউক্রেনের সেনারা যখন পাল্টা হামলা শুরু করেছে, তখন পুতিন এই ঘোষণা দিলেন। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল