রাশিয়ার সর্ববৃহৎ প্রতিরক্ষা কোম্পানি রোস্টেক অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ সৈন্যসমাবেশের ঘোষণার পর রুশ ফার্ম এ সিদ্ধান্তের তথ্য জানাল।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, কোম্পানিতে কর্মরতদের জন্য রোস্টেক বিশেষ ‘কর্ম শিডিউল’ প্রণয়ন করেছে। নতুন শিডিউলে চাকরিজীবীদের অতিরিক্ত কাজ (ওভারটাইম) করার বিধান রাখা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের হিসাব অনুসারে, রুশ সমরাস্ত্র ফার্মটি ২০ লাখ মানুষ কাজ করে।
নতুন ঘোষণায় রোস্টেক আরও বলেছে, রুশ সেনাদের হাতে আধুনিক অস্ত্র তুলে দিতে কাজ করছে তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল