প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য রিজার্ভ থেকে সেনা নেওয়ার ঘোষণার পর রাশিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে কয়েক ডজন লোক অংশ নেয়। স্বতন্ত্র বিক্ষোভ পর্যবেক্ষণ গ্রুপ ওভিডি-ইনভো জানিয়েছে, বিক্ষোভ থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার মস্কোর প্রসিকিউটর দপ্তর এক বিবৃতিতে নাগরিকদের বিক্ষোভ নিয়ে সতর্ক করে বলে, অনুমোদনহীন বিক্ষোভ করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল