প্রতি বছর শীতকালে দিল্লির বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করে। বেশ কয়েকবার বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীর তকমা পেয়েছে ভারতের এই ঐতিহ্যবাহী নগরী। এবার তাই আগেই সতর্ক অবস্থানে দিল্লির রাজ্য প্রশাসন।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই সোমবার জানিয়েছেন, এবার তারা গ্রিন ওয়ার রুম বা সবুজ যুদ্ধকক্ষ চালু করছেন। যেই কক্ষ থেকে ২৪ ঘণ্টা ৭ দিন মানে সার্বক্ষণিক বায়ুদূষণ পর্যবেক্ষণ করবেন।
দিলির সরকারের সচিবালয়ে সাত তলায় বসবে ১২ সদস্যের এই পর্যবেক্ষক দল। যাদের মধ্যে থাকবেন বিজ্ঞানী ও অন্যান্য কর্মকর্তারা।
পরিবেশ মন্ত্রী বলেন, ‘আজ থেকে আমরা একটি অত্যাধুনিক সবুজ যুদ্ধকক্ষ চালু করেছি, যেটা সারাদিন কাজ করবে। এটা পুরোটা দিন বায়ুদূষণ পর্যবেক্ষণ করবে এবং এই দূষণ রোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেবে। এই পর্যবেক্ষক দল গোটা শহরের বায়ুদূষণের তথ্য উপাত্তও বিশ্লেষণ করবে।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল