৩ অক্টোবর, ২০২২ ২০:০৮

ইউক্রেনের চার অঞ্চল দখল, পুতিনকে সমর্থন দিয়েছে রুশ আইনসভা

অনলাইন ডেস্ক

ইউক্রেনের চার অঞ্চল দখল, পুতিনকে সমর্থন দিয়েছে রুশ আইনসভা

ইউক্রেনের চার অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রবিবার পুতিনের এই সিদ্ধান্তের বৈধতা দেয় রুশ সাংবিধানিক আদালত।

এবার সেই একই পথে হেঁটেছে রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ দুমা। রুশ আইনপ্রণেতারাও অকুণ্ঠভাবে পুতিনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। 

কোনো আইনপ্রণেতাই পুতিনের এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেননি। এমনকি তাদের কেউ ভোট দানে বিরতও থাকেননি।  

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পার্লামেন্ট ভাষণে, রাশিয়ার আইনপ্রণেতাদের রুশ ভাষা, সংস্কৃতি ও সীমান্ত রক্ষায় ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।

ল্যাভরভ বলেন, ‘আমরা কোনো কাল্পনিক হুমকির বিপক্ষে এই ব্যবস্থা নেইনি। আমরা আমাদের সীমান্ত, মাতৃভূমি ও জনগণের সুরক্ষা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছি।’

এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সব পশ্চিমা রাষ্ট্রকে মস্কোর বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। 

সূত্র: এএফপি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর